আর্কাইভ থেকে জাতীয়

ভোট কভারের নীতিমালার জন্য সাংবাদিকদের মতামত শুনছে ইসি

আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নীতিমালা প্রস্তুতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে ইসি।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা শুরু হয়।

নির্বাচন কমিশন নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির পাশাপাশি জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সাংবাদিকরা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানান ধরনের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন, সেসব বিষয় তুলে ধরছেন।

এছাড়াও বৈঠকে সামনের নির্বাচনে যাতে নির্বিঘ্নে পেশাগত কাজ করা যায়, সে ব্যাপারে ইসিকে সুনির্দিষ্ট পরামর্শও দেবেন সাংবাদিকরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিসুর রহমান ও রাশেদা সুলতানা প্রমুখ উপস্থিত আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন