আর্কাইভ থেকে আফ্রিকা

কঙ্গোতে আবারও জঙ্গি হামলায় নিহত অন্তত ১৯

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

গেলো রোববার (১২ মার্চ) দেশটির কিভু প্রদেশের কিরিন্দেরা গ্রামে এ হামলা হয়। এসময় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, জঙ্গিরা কয়েকজনকে অপহরণ করেছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিদ্রোহীদের খোঁজে আশপাশের এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দেশটির সামরিক বাহিনী হামলার জন্য মিত্র গণতান্ত্রিক বাহিনী এডিএফকে দায়ী করছে। কঙ্গোর পূর্বাঞ্চলে উগান্ডার সশস্ত্র এই গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। আইএসের সাথে সংশ্লিষ্টটা রয়েছে এই গোষ্ঠীর।

গেলো সপ্তাহেই পাশের আরেকটি গ্রামেও চালানো হয় হামলা। তাতে কমপক্ষে ৩৫ জন গ্রামবাসী মারা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন