প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল
বাংলাদেশ ফুটবলে পরুষ দলের পাশাপাশি দেশের ফুটবলের পতাকা ওড়াচ্ছে প্রমীলারা। গত বছর সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর ছাদখোলা বাসে দেওয়া সংবর্ধনার পর বড় সুখবর পাচ্ছে কৃষ্ণা রানী, মনিকা চাকমারা। আন্তর্জাতিক ফুটবলে মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (১৩ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে হলো তার লোগো উন্মোচন। আর আগামী মে মাসে থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ উইমেনস সুপার লিগ।
যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের রূপরেখাই চূড়ান্ত হয়নি। নারীদের পেশাদার লিগই যেখানে শক্ত হয়নি, সেখানে ফ্র্যাঞ্চাইজি ফুটবল চ্যালেঞ্জিং মেনেও আশাবাদী বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।তার দাবি, এটা আমাদের জন্য একেবারে নতুন ধারণা। এখানে অনেকগুলো বিষয় আছে।
বাফুফে সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজিতে কারা কারা আসবে, খেলোয়াড়দের মূল্য কত হবে, এটা বড় ইস্যু। কাজটা কঠিন। কারণ, আমাদের মাত্র ৫ থেকে ৬টি ক্লাব। কীভাবে এটার আয়োজন করব, আমার সে ব্যাপারে কোনো ধারণা নেই।
তিনি আরও বলেন, কীভাবে মেয়েদের ছাড়পত্র দেবে ক্লাবগুলো, সেটাও দেখতে হবে। সব মিলিয়ে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। তারপরও বিষয়টার অনুমতি দিয়েছি। কারণ, এখানে একটা বড় সুবিধা হচ্ছে এই মেয়েরা অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে। তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবে।
বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই লিগ নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করি, মহিলা ফুটবল এগিয়ে যাওয়ার জন্য এটা বড় ভূমিকা পালন করবে। এখানে বিদেশি ফুটবলার, ইউরোপ ও এশিয়ার ফুটবলার খেলবে। তাই লিগের মানও অনেক ভালো হবে।