আর্কাইভ থেকে দুর্ঘটনা

তেজগাঁও কুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় বস্তিতে আগুন লেগে কয়েকশ ঘরে পুড়ে যায়া। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট  প্রায় দুই ঘণ্টা চেষ্টরে পর আগুন নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।

সোমবার ( ১৩মার্চ ) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পরে রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন