সায়েন্সল্যাবের বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার মারা গেছেন। এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। আয়েশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, গেলো ৫ মার্চ সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আয়েশাকে নিয়ে সংখ্যাটা চারজনে দাঁড়ালো।