আর্কাইভ থেকে বাংলাদেশ

বিমানের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। কার্গো হোলের (যেখানে মালামাল রাখা হয়) সেখান থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

রোববার (২৫ অক্টেবার) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বিমানের বিজি-৪১৪৮ ফ্লাইট। ওই ফ্লাইট থেকেই সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন