বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। টাইগারদের এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী ছাড়াও ইংল্যান্ডকে ১৬ রানে পরাজিত করে হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।