আর্কাইভ থেকে ক্রিকেট

ড্রাইভ না দেওয়ায় অনুশোচনায় ভুগছেন বাটলার

বিশ্বচ্যাম্পিয়ন হবার প্রায় তিন মাস পরেই বাংলাওয়াশ বরণ করলো ইংল্যান্ড। এমন লজ্জাজনক হারের পর নিজের কাঁধে দোষ তুলে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

শেষ টি-টোয়েন্টিতে ১৫৯ রানের লক্ষ্যে ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডেরর সংগ্রহ ১০০ রান। ম্যাচে পরিষ্কার ফেবারিট ইংল্যান্ড, ক্রিজে থিতু দুই ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও জস বাটলার। কিন্তু ওই সময়ে একই ওভারে মালান ও বাটলার বিদায়ে পথ হারায় ইংলিশরা। বাটলার মনে করেন এখানেই পিছিয়ে পড়ে তার দল।

ম্যাচ শেষে তিনি বলেন, 'পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ড্রাইভ (মিরাজের থ্রো থেকে রান আউট হবার সময়) না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত সেটি আমাদের ম্যাচ হারার কারণ।’

ইংলিশ অধিনায়ক আরও বলেন, 'আমরা (বোলিংয়ে) দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রানে পৌঁছাতে পারব, কিন্তু সেটা হয়নি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন