বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত এক শিশু
শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় দেড় বছরের শিশু সুরা মনি গুরুতর আহত হয়েছে। সে বড় কান্দি ইউনিয়নের কাচারি কান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল ও ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা (২১), ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদিম মুন্সী (২৫) ও মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।
শরীয়তপুর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন বলেন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহযোগিতা করে থাকি। আজকের বজ্রপাতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা করা হবে।