আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ভোট চুরির রাজা-মহারাজা বিএনপি : কাদের

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিএনপির এক নেতা ব্যালট চুরি করতে গিয়েছিলেন। গেলো ১০ বছর ধরে এই কাজটি তারা গোপনে করে এসেছে। এবার তারা ধরা পরে গেছে। ভোট চুরির রাজা, মহারাজা বিএনপি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ব্যালট চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে সকাল থেকে তারা দফায় দফায় আদালতে জঙ্গি কায়দায় হামলা করেছে। ভোটকে পণ্ড করতে বার বার হামলা করছেন তারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার কারা করেছে? ভোট চুরির অপবাদ আওয়ামী লীগকে দেবেন না। ভোট চুরির রাজা, মহারাজা বিএনপি।

নির্বাচন খুব দূরের না উল্লেখ করে তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচন আমাদের মূল বিষয়। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে বিএনপি খারাপ কিছু করতে চায়। তারা নতুন করে ষড়যন্ত্র করেছে। ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায় তারা। এটা ১৩-১৪ সাল নয়, ২০২৩ সাল, সেটি মনে রাখবেন। নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারে বাংলাদেশে এমন কোনও ঐক্যবদ্ধ দল নেই। যেকোনও অবস্থায়, যেকোনও পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রসঙ্গত, সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন