ইরানে বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব
কুটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির পর এবার ইরানে খুব দ্রুতই বড় বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব। যদিও সৌদির বড় মিত্র আমেরিকার বড় ধরণের নিষেধাজ্ঞা আছে ইরানের ওপর। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান।
তিনি বলেন, ইরানে প্রচুর সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুটি গালফ রাষ্ট্র একসাথে বিনিয়োগ ও অর্থনীতি সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। রিয়াদে এক সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, খুব দ্রুত বড় ধরণের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে তার দেশ।
মিডলইস্ট আই এর খবরে আরও বলা হয় তেলসমৃদ্ধ দুই শক্তিশালী বৈরি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে। মূলত ২০১৬ সালে সৌদি আরবে শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর দুই দেশের মধ্যে সর্ম্পকের চরম অবনতি ঘটে।
২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সে সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তেহরানের ওপর যুক্তরাষ্টের নিষেধাজ্ঞার কট্টর সমর্থক ছিল সৌদি আরব। এতকিছু পরও সৌদি বলছে, ইরানের সাথে অর্থনৈতিক সর্ম্পক জোরদার করবে তারা।
সৌদি অর্থমন্ত্রী বলেন, ইরান আমাদের প্রতিবেশী। তাদের সাথে আরও ১০০ বছর আমাদের এই ভালো সর্ম্পক বজায় থাকবে। সর্ম্পক উন্নয়নের পর আর কোন বিষয় আমাদের বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে না বলে জানান তিনি। আমরা আমাদের চুক্তির বিষয়ে শতভাগ আন্তরিক। ইরানের সার্বভৌম ক্ষুন্ন হয় এমন কোন বিষয় নিয়ে আমরা নাক গলাতে চাই না।
তিনি বলেন, সৌদি আরব ইরানে বিনিয়োগের সম্ভবনাকে কাজে লাগাতে চায়। পাশাপাশি দুই দেশের চলমান সুসর্ম্পকও এগিয়ে নিতে চায়।