আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের দুটি পিলারে ফাটল

চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‌্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। একারনে সোমবার (২৫ অক্টোবর) রাত ১১টা থেকে র‌্যাম্পের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসি। তাদের অভিযোগ, শুরু থেকেই ফ্লাইওভারের কাজ মান সম্মত ছিলো না।

১৪৫ কোটি টাকা খরচে এক দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রস্থ এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়। এরপর আরো ৩০ কোটি টাকা ব্যয়ে ৩০০ মিটারের কালুরঘাটমুখী একটি র্যা ম্প যুক্ত করা হয় ফ্লাইওভারে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, কি কারনে এমন হয়েছে, তার তদন্ত হবে।

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট পর্যন্ত এক কিলোমিটার এলাকা এই ফ্লাইওভারটির নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তি স্থাপন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে এ উড়াল সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ফ্লাইওভারের কাজ চলার সময় ২০১২ সালে গার্ডার ধসে নিহত হয়েছিলেন ১৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন