৮১ রানেই তিন উইকেট হারালো বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারাচ্ছে বাংলাদেশ। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই মাত্র ৩ রান করে আউট হয়ে যান টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের আউটের পর ক্রিজে থিতু হয়েও টিকতে পারেননি লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ২৬ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে যান লিটন। এরপর দলীয় ৮১ রানের মাথায় ৩৪ বলে ২৫ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন নাজমুল শান্ত।
তিন উইকেট হারানোর পর এখন ক্রিজে ব্যাট চালাচ্ছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান।