আদালতে জাজ আমার সঙ্গে কথা বলে নাই: মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে শনিবার (১৮ মার্চ) সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি।
আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'জাজ আমার সঙ্গে কোনো কথা বলে নাই। জাজ একটা কথাও বলে নাই। জাজ জাস্ট চেয়ারে বসেছেন, আর উঠেছেন।
১ সেকেন্ডের মধ্যে কোর্ট কীভাবে শেষ হয়ে যায়? কোর্ট আমার সঙ্গে কোনো কথাই বলে নাই। '
আজ শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মাহিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।