আর্কাইভ থেকে ক্রিকেট

ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শেষদিকে নাসুম আহমেদের দুই ছক্কায় গড়া ছোট এক ইনিংসে ভর করে ৯ উইকেটে ১২৪ রান পর্যন্ত গিয়েছে টাইগাররা। অর্থাৎ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ১২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১২৪/৯ (নাসুম ১৯*; মোস্তাফিজ ০, সোহান ১৬, মেহেদী ১১, মাহমুদউল্লাহ ১৯, আফিফ ৫; মুশফিক ২৯, সাকিব ৪, নাঈম ৫, লিটন ৯) 

মেহেদী হাসান আউট হওয়ার পর মাঠে নামেন নাসুম আহমেদ। তার ব্যাটেই ১৯তম ওভারে এসেছে বাংলাদেশের প্রথম ছয়। অবশ্য নিজের খেলা দ্বিতীয় বলেই আউট হতে বসেছিলেন তিনি। ওকস বল হাতের নাগালে পাননি।  আদিল রশিদের ওই ওভারেই নাসুম দ্বিতীয় ছক্কা মারেন। ওই ওভার শেষ করেন চার মেরে। ১৯তম ওভারে ১৭ রান যোগ করে বাংলাদেশ। শেষ ওভারে নুরুল হাসান সোহান কট বিহাইন্ড হন জস বাটলারের কাছে। তার আউটের জন্য ইংল্যান্ডকে রিভিউ নিতে হয়েছে। ১৮ বলে ১৬ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান। মোস্তাফিজুর রহমান প্রথম বলেই বোল্ড হন।

এ সম্পর্কিত আরও পড়ুন