সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে গেলেন সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরজের প্রথম ম্যাচে ৮১ রানে তিন উইকেট হারানোর পর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে দারুন জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান।
অর্ধশতক তুলে আইরিশ বোলারদের রীতিমতো তুলোধুনো শুরু করেন তিনি। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে ওয়াইড-ঘেঁষা লাইনে আলগাভাবে ব্যাট চালান সাকিব। আর তাতেই এজড হয়ে উইকেটকিপার লরকান টাকার নিয়ে নেন সহজ ক্যাচ।
৮৯ বল খরচ করে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রানেই থেমে গেলেন সাকিব। সেই সাথে ভেঙে গেল হৃদয়ের সঙ্গে নিয়ে ১২৫ বলে ১৩৫ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।