জার্মানিতে ৭০ হাজার মুরগি মারার সিদ্ধান্ত
একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির মেক্লেনবার্গ-ভোরপমমার্ন রাজ্যের পূর্বাঞ্চলীয় ল্যান্ডক্রেইস রোস্টকের স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোস্টকের পার্শ্ববর্তী অঞ্চলে একটি মুরগির খামারে এইচ৫এন৮ ধরনের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ওই খামারে বার্ড ফ্লুর উপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামারটিতে প্রায় সাড়ে চার হাজার মুরগি আছে। শুরুতে ওই খামারের মুরগি মেরে ফেলা হবে। তবে আরও কয়েকটি স্থানে খামারটির শাখা আছে। সব মিলিয়ে খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলতে হতে পারে।
স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানান, বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং আরো ছড়িয়ে পড়া ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পশু চিকিৎসকরা বলছে, বিভিন্ন স্থানে থাকা খামারটির প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলা খুব জরুরি হয়ে পড়েছে।
ইউরোপে কয়েক সপ্তাহ ধরে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্য পাখির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয় মনে করা হচ্ছে।
এর আগে, বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়ার পর জার্মানির একই রাজ্যের আরেকটি খামারে ১৬ হাজার ১শটি টার্কি হত্যা করেছিল প্রশাসন।
এদিকে, ডেনমার্কে একই ধরনের বার্ড ফ্লু দেখা দেওয়ার পর প্রায় ২৫ হাজার মুরগি মেরে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে তিন মাস যাবৎ পোলট্রি ও ডিম পাঠানো বন্ধ রেখেছে ডেনমার্ক। একই পরিস্থিতি নেদারল্যান্ডস ও ফ্রান্সেও। ১৩ হাজার পাখি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি খামারকে।
এসএন