আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের উদ্বোধন

জ্বালানি তেল আনতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে ভার্চুয়ালি উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকা ও দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন দুই দেশের প্রধানমন্ত্রী।

শনিবার (১৮ মার্চ) বিকেলে আন্তঃদেশীয় এ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দুই নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে পাইপলাইনে প্রাথমিক অবস্থায় বছরে ২ লাখ মেট্রিক টন জ্বালানি পাওয়া যাবে, পরবর্তীকালে যা উন্নীত হবে ১০ লাখ মেট্রিক টনে। পূর্ণক্ষমতায় পাইপলাইনটি ব্যবহার হলে পরিবহন ব্যয় বাবদ বছরে প্রায় শতকোটি টাকা সাশ্রয়ের আশা নীতিনির্ধারকদের।

প্রসঙ্গত, শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩২ কিলোমিটার দৈর্ঘ্য পাইপলাইনের পুরোটাই নির্মাণ হয়েছে ভারতের অর্থায়ন ও কারিগরি সহায়তায়। যা দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে জ্বালানি বিভাগ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন