সাকিবের পর এবাদতের জোড়া আঘাত, চাপে আয়ারল্যান্ড
বাংলাদেশের দেওয়া ৩৩৮ রানের বিপরীতে খেলতে নেমে ধীর গতির ব্যাটিং শুরু করেছিল আয়ারল্যান্ড। এরপর ধীরে ধীরে ব্যাটিং গতি বাড়ানো শুরু করলে আইরিশদের প্রথম পতন হয় সাকিবের হাতেই।
১২ তম ওভারে দলীয় ৬০ রানের মাথায় ডোহেনিকে ৩৮ বলে ৩৪ রানে আউট করেন সাকিব। ওপেনিং জুটি ভাঙ্গার পরেই ফিরে যান আরেক ওপেনার স্টার্লিং। ৩১ বলে ২২ রান করে এবাদতের শিকার হন তিনি।
দলীয় ৬৮ রানের মাথায় আবার আঘাত হানেন এবাদত। মাত্র ৩ রান করা হ্যারি ট্যাক্টরকে ফেরান তিনি। পর পর ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হাইয়ে ৭৩ রান।
এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৯৩ ও তৌদিহ হৃদয়ের ৯২ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।