আর্কাইভ থেকে দেশজুড়ে

রায়গঞ্জে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের মাছ মারা নামে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত শিশুর পরিচয় পাওয়া যায় নি।

আজ শনিবার(১৮ মার্চ) সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে পুকুরের মধ্যে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে প্রসবের পর হত্যা তারপরে মরদেহ পুকুরের মধ্যে ফেলা হয়েছে। তবে শিশুটিকে কে বা কারা এবং কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার তদন্ত ওসি ওয়াসিমুল আল বারী জানান,খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে মৃত অবস্থায় নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন