আর্কাইভ থেকে বাংলাদেশ

কুমিল্লায় সহিংসতায় আরও ৫ জন গ্রেপ্তার

কুমিল্লায় সহিংসতার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (২৭ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের সিআইও-১ মনির আহমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গক্রমে ১৩ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় সহিংসতার ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এ পর্যন্ত ১১টি মামলা করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দু’টি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে সংগ্রহকৃত সিসিটিভির ফুটেজের মাধ্যমে পূজামণ্ডপে কোরআন রাখা প্রধান অভিযুক্ত ইকবালকে শনাক্ত করে পুলিশ। ২১ অক্টোবর অভিযুক্ত ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২২ অক্টোবর তাকে কুমিল্লা এনে ২৩ অক্টোবর আদালতে হাজির করা হয়।  আদালত ইকবাল, মাজারের দুই খাদেম ও ৯৯৯-এ কল করা ইকরামকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন