আর্কাইভ থেকে ফুটবল

৫ দিনের ব্যবধানে হলান্ডের ফের হ্যাটট্রিক, সিটির বড় জয়

মাত্র ৫ দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন হলান্ড। সর্বশেষ দুই ম্যাচে তার গোল সংখ্যা ৮ টি। তার এমন অতিমানবীয় খেলায় একের পর এক ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েই চলছে ম্যানচেস্টার সিটি।

সব শেষ গতকাল (১৮ মার্চ) রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল বার্নলিকে সিটি উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। হলান্ডের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ, অন্য গোলটি পালমারের।

এর আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। সেই ম্যাচে হল্যান্ড একাই করেছেন পাঁচ গোল। সেদিন নরওয়ে তারকা  মাঠে ছিলেন মাত্র ৬৩ মিনিট। গত রাতেও তাঁকে সেই ৬৩ মিনিটেই তাকে মাঠ থেকে তুলে নেন পেপ গার্দিওলা। যার মানে, দুই ম্যাচে ১২৬ মিনিট খেলেই তার গোল সংখ্য ৮ !

সিটিজেনদের ঘরের মাঠ ইতিহাদে ৩২ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে গোলের শুরুটা করেন হলান্ড। ৩ মিনিট পর আরেকবার দেখান ফিনিশিংয়ের জাদু জালের দেখা খুজে পান। ফিল ফোডেনের পাসে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ৫৯ মিনিটে আবারও গোল। ফোডেনের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল গোল দিয়ে ৫ দিনের মধ্যে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন হলান্ড। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ষষ্ঠ হ্যাটট্রিক।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন