আর্কাইভ থেকে ক্রিকেট

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা উদযাপন করবে ছাদখোলা বাসে

বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সদ্য শেষ হওয়া বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমরুল কায়েসের নেতৃত্বে থাকা দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চার বার শিরোপা উঁচিয়ে ধরেছে কুমিল্লা।

বিপিএলের সর্বশেষ শিরোপা জয়ের একমাস পেরিয়ে গেলেও শিরোপা জয়ের উল্লাস থামেনি ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজির। তাই, আগামীকাল সোমবার (২০ মার্চ) আবারও উদযাপনের উদ্যোগ নিয়েছে দলটি। এবার নিজ শহর কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়নরা ট্রফি নিয়ে ছাদখোলা বাসে শোভাযাত্রা করবে।

শুধুতাই নয় বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ করবে তাঁরা। যেখানে দলের খেলোয়াড়, কোচ, মালিকসহ সংশ্লিষ্ঠ সবাই উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন।

বিবৃতিতে বলা হয়, ‘বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার বারের শিরোপা জয় উপলক্ষে ২০ মার্চ বিকেল ৪টায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদখোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।

এ সম্পর্কিত আরও পড়ুন