আর্কাইভ থেকে আইন-বিচার

‘রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ তদন্ত করবে ডিবি’

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান ব্যক্তিগত সমস্যা নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ

রোববার (১৯ মার্চ) রাতে শাকিব খানের সঙ্গে কথা বলা পর তার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন।

তিনি বলেন, শাকিব খান আমার অফিসে তার ব্যক্তিগত একটি সমস্যার আবেদন নিয়ে এসেছিলেন। আবেদনটি আমরা তদন্ত করে দেখবো।

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্লাহ কোনও প্রযোজক না। রহমত উল্লাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে শাকিবের অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্লাহ কোনও প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্লাহ যেন পালাতে না পারে।

 

https://youtu.be/aKp7_kl_CM0

এ সম্পর্কিত আরও পড়ুন