আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট

তাইওয়ান সংকট ও ইউক্রেন যুদ্ধের মধ্যেই আজ রাশিয়া সফর করবেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই চীনা প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন সি চিনপিং ।

সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন তিনি। আগামী ২২ মার্চ পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন সি।

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোট দেয়া থেকে বিরত থাকলেও, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে চীন। তারই জের ধরে গেলো ফেব্রুয়ারিতেই ইউক্রেন সংঘাত নিরসনে ১২ পয়েন্টের শান্তি পরিকল্পনাও উপস্থাপন করে দেশটি।

সম্প্রতি চীনা সরকারের হস্তক্ষেপেই সৌদি আরব ও ইরানের সম্পর্ক পুনস্থাপন হওয়ায় প্রশংসায় ভেসেছেন সি। তাই বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আলোচনা আগাতে পারে সেই শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এ বৈঠকের উদ্দেশ্য হবে দ্বিপক্ষীয় আস্থা আরও গভীর করা।

সির সফর নিয়ে ক্রেমলিনও বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিন ও সি তাদের মধ্যকার বৈঠকে ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে কথা বলবেন।

ক্রেমলিন বলেছে, রাশিয়া-চীনের মধ্যকার সামগ্রিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে দুই নেতা আলোচনা করবেন। তারা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সির সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ নথিতে সই হবে।

এদিকে রোববার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান তিনি। যুদ্ধ পরিস্থিতি ছাড়াও বাণিজ্যিক ইস্যুতে, আলোচনা করতে চান তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা চীনা প্রেসিডেন্টের সাথে।

এদিকে, ইউক্রেনের ক্রিমিয়া ও মারিউপোল সফর করেছেন ভ্লাদিমির পুতিন।

এ সম্পর্কিত আরও পড়ুন