ইভিএম সংস্কারে ইসি চায় ১২শ’ কোটি টাকা
নির্বাচন কমিশনের (ইসি) হাতে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।
আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান তিনি।
ইসি আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনি আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। তবে সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।