আর্কাইভ থেকে বাংলাদেশ

ভূয়া ডিও লেটারে চাকরি নিতে এসে ৪ যুবক আটক

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূয়া ডিও লেটার দিয়ে চাকরি নিতে এসে ধরা পড়েছে একটি জালিয়াতি চক্র। এ চক্রের চার সদস্যকে আটক করেছে রংপুর পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ ঘটনায় রংপুর মহানগর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃতদের থানায় সোপার্দ করা হয়েছে। 

রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটককৃতরা হলেন, রংপুরের মহেষপুর এলাকার জুয়েল রানা ও আল আমিন, জেলার মিঠাপুকুরের রূপসীগাছুয়াপাড়ার মোকসেদ হোসেন ও গাইবান্ধার সাদুল্লাপুরের ফুলবাড়ি গ্রামের মাসুদার রহমান।

মামলা সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার জেলা পুলিশ সুপার বরাবর পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টবল (পুরুষ) পদে নিয়োগ সংক্রান্ত ৪টি ভূয়া ডিওলেটার জমা পড়ে। ডিওলেটারটি ভূয়া ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বক্ষরটি জাল হওয়ায় পুলিশ অভিযুক্তদের বিভিন্ন স্থান থেকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জালিয়াতির কথা স্বীকার করেছে তারা। 

এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে বৃহষ্পতিবার রাতে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়। 

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন