আর্কাইভ থেকে বাংলাদেশ

সেই ইকবালসহ ৪ জন ফের ৫ দিনের রিমান্ডে

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেনসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা এ আদেশ দেন।

এরআগে সাত দিনের রিমান্ড শেষে আজ জুমার নামাজের পর তাদের আদালতে তোলা হয়।

এ মামলার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ছাড়াও অন্য আসামিরা হলেন ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে তাদের আরও সাত দিনের রিমান্ড আবেদন করি। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে কুরআন অবমাননার মামলায় গেলো ২৩ অক্টোবর তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন