আর্কাইভ থেকে আইন-বিচার

ফরিদপুরে দুই ভাইয়ের ৫ হাজার ৭০৬ বিঘা সম্পত্তি জব্দের আদেশ

ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানার পাঁচ হাজার সাতশ ছয় বিঘা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এসময় ওই দুই ভাইয়ের ১৮৮ ব্যাংক হিসাবের পৌনে ১০ কোটি টাকা এবং বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ৫৫টি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।

এর আগে সিআইডি তাদের তফসিল সম্পত্তি, ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের জন্য আদালতে আবেদন করেছিল। 

উল্লেখ্য, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অব্যাহতিপ্রাপ্ত সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি অব্যাহতিপ্রাপ্ত ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় মামলাটি করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

এর আগে ১৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে গত বছরের ৭ জুন রাতে বরকত, রুবেলসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন