আর্কাইভ থেকে বাংলাদেশ

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৩ রানে টাইগারদের হার

দাঁত কামড়ানো ম্যাচে ৩ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। চেষ্টা করেছিলেন দলকে জয়ের বন্দরে পৌঁছাতে। কিন্তু ব্যর্থ হল লিটনের চেষ্টা। শেষ ওভারে ব্র্যাভোর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়রা। এতে করে শেষ হয়ে গেলো বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। টিকে রইলো ক্যারিবিয়দের সেমির আশা।

শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।

এর আগে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১৪ ওভারে ৭০ রান করে ক্যারিবিয়রা। কিন্তু শেষ ৬ ওভারে নিকোলাস পুরানের ২২ বলে ৪ ছয় ও এক চারের সাহায্যে ৪৪ রান এবং অভিজ্ঞ হোল্ডারের ৫ বলে ১৫ রানের কল্যাণে স্কোরবোর্ডে ৭২ রান যোগ করতে সামর্থ হয়। পুরান সর্বোচ্চ ৪৪ রান ও অভিষিক্ত রোস্টন চেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন। 

বাংলাদেশের হলে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান প্রত্যকেই ২টি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন