আর্কাইভ থেকে বাংলাদেশ

আসিফ আলী বীরত্বে পাকিস্তানের হ্যাটট্রিক জয়

দুর্দান্ত দুটি জয় দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করে পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নেয় বাবর আজমের দল। এবার আফগানদের উড়িয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে দলটি। আসিফ আলির বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তান জয় নিশ্চিত করে ৫ উইকেটে।

শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে দলটি।

আফগানদের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছিল পাকিস্তান। শেষ মুহূর্তে জয়টা যখন কঠিন হয়ে পড়েছিল, ঠিক তখনই মাঠে নামেন আসিফ আলি। ছক্কার ঝড়ে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় এনে দিলেন তিনি। ১৯তম ওভারে চারটি ছক্কা মারেন আসিফ।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইমাদ ওয়াসিম। ২৫ রানে ২টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন