আর্কাইভ থেকে বাংলাদেশ

৫ বছর বয়সীদেরও টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকা দেবে যুক্তরাষ্ট্র। তাদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে ২৮ মিলিয়ন মার্কিন শিশু টিকার আওতায় আসবে।

সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ বিশ্বের কয়েকটি দেশ অল্পবয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু করেছে।

এদিকে চলতি সপ্তাহেই ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষ জানিয়েছিল যে, শিশুদের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী হওয়ায় মার্কিন সরকার ৫ কোটি ডোজ তাদের কোভিড-১৯ টিকা কিনেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন