আর্কাইভ থেকে বাংলাদেশ

ওয়াজ মাহফিলের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে: মামুনুর রশীদ

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে, সম্প্রীতি সমাবেশ করছে, টেলিভিশন শিল্পী সমিতির সদস্যরা। শনিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশে, অভিনেতা অভিনেত্রী, নাট্যকার, পরিচালকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা সেখানে সমবেত হন। এসময় সম্প্রতি সারাদেশ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেখানে বক্তব্য দেয়ার সময় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা নেই। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়া হচ্ছে।

নাট্য ব্যাক্তিত্ব মামুনুর রশীদ বলেন, যারা  শত্রু তারা কাজ করেছে, এবং ওয়াজ মাহফিলের সংস্কৃতি, ধর্ম সমাজ সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের পথে নামতে হবে। আমরা একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের দিকে এগিয়ে যাবো

 

গণ মাধ্যমের সঙ্গে কথা বলছেন নাট্য ব্যাক্তিত্ব মামুনুর রশীদ

সাবেক রাষ্ট্রপতির হুসেইন মুহাম্মদ এরশাদের সমলোচনা করে নৃত্য শিল্পী শিবলী মোহাম্মদ বলেন, ‘এরশাদ সরকার এসে এখানে একটি ধর্মের লেবাস লাগিয়ে দিয়েছে। যেটা আমার মনে হয়, মৌলবাদীদের অনেক অনেক সহায়তা করেছে।

বক্তব্য রাখছেন শিবলী মোহাম্মদ

এদেশে আজকে মৌলবাদের উত্থানের পেছনে অনেক সরকারের অনেক অবদান আছে। তারা যদি ভেবে থাকে এদেশে আবারো কোনদিন মৌলবাদ আসবে, তাদের এই স্বপ্ন একেবারে ভুল’। তিনি প্রশ্ন রাখেন, ‘রাষ্ট্রধর্ম বলে আবার শব্দ কিসের? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? মানুষের ধর্ম হয়। সেটা যে যার ধর্ম পালন করতে পারে। বর্তমান সরকার যদি ইনডেমটি বিল বাতিল করতে পারে, বর্তমান সরকার যদি বঙ্গবন্ধুর খুনীদের বিচার করতে পারে এদেশে, তাহলে কেন এই সরকারের আমলে আমরা ৭২ এর সংবিধানে ফিরে যাবোনা ?

 

শমী কায়সার বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির কোন কোন ধর্ম নেই। বাংলাদেশের উন্নয়নের ধরে রাখতে আমাদের ভেতরে যে শর্ষের মধ্যে ভূত আছে। তারা কোথায় কিভাবে কাজ করছে তা আমাদেরকেই সনাক্ত করতে হবে। প্রশাসনের আশায় বসে থাকলে হবেনা

গণ মাধ্যমের  সঙ্গে কথা বলছেন শমী কায়সার

মীর সাব্বির বলেন, রেঁনেসার জন্য সাংস্কৃতিক বিপ্লব দরকার

সম্প্রীতি সমাবেশে মীর সাব্বির

চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, সাম্প্রদায়িকতার কোন রকম গন্ধ সম্ভবত আমাদের দেশে নেই। এই গন্ধটা ছড়ানো হচ্ছে। কোননা কোন অসাধূ চক্র বিভেদ তৈরীর চেস্টা করছে।

সমাবেশে দেবাশীষ বিশ্বাস

সমাবেশে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ, শমী কায়সার,চয়নিকা চৌধুরীসহ মীর সাব্বির,তারিন, দেবাশীস বিশ্বাসসহ অনেক টেলিভিশন ব্যাক্তিত্ব বক্তব্য রাখেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন