অভিনেত্রী উর্মিলা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে
হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে ভর্তি রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।
আজ বুধবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মিডিয়া কো-অর্ডিনেটর মো. সাহেদ হোসেন।
তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন।
ডাক্তার জানিয়েছেন, উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। বর্তমানে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ মুহূর্তে বেশি কথা বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরের অবস্থা বলা যাবে। তবে ভয়ের কিছু নেই।
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতা বোধ করছিলেন অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়েন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চায়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।