আর্কাইভ থেকে ফুটবল

অবসরের ঘোষণা দিলেন মেসুত ওজিলের

ফেব্রুয়ারি থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাসাকশেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় জানাবেন মেসুত ওজিল। এবার তা সত্যি হলো।  জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপের শিরোপা জেতা এই তারকা তাঁর বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেন ওজিল।  তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জার্মানদের ভরাডুবির কারণ হিসেবে ওজিলকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। তাই অভিমানে জার্মান ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

সবশেষ তার্কিশ ক্লাব বাসাকসেহিরের হয়ে খেলেছেন ওজিল। তবে ইনজুরির কারণে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তাই প্রফেশনাল ফুটবলকেই বিদায় জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী জার্মানির তারকা এই ফুটবলার। টুইটে ওজিল লিখেছেন, অনেক ভাবনা-চিন্তার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি।

২০০৪ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা ওজিল জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন তিনি। সেখানে ৮ মৌসুম কাটিয়ে ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন এই জার্মান ফুটবলার।

ক্যারিয়ারে প্রায় ৬০০টি পেশাদারি ম্যাচ খেলা ওজিল আর্সেনালের হয়েই খেলেছেন ২৫৪টি ম্যাচ। যেখানে তিনি ৪৪টি গোলও করেছেন। এছাড়া স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় ৩ বছর খেলেছেন তিনি। সেখানে ১৫৯ ম্যাচে ২৭টি গোল করেছেন ওজিল। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন