আর্কাইভ থেকে বাংলাদেশ

বকশীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী এখন হাসপাতালে

রাজধানীর বকশীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন লালন (৪৫) নামে এক ব্যবসায়ী। তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি।  
রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। লালনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান।

আব্দুল মান্নান জানান, রাজধানীর কচুক্ষেত বাজার মার্কেটে লালনের একটি ব্যাগের দোকান রয়েছে। একই মার্কেটে আমারও দোকান।

সকালে তিনি যখন চকবাজারে পাইকারি মার্কেটে যাচ্ছিলেন তখন বকশীবাজার মোড়ে লালনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। আর তাকে ভিড় করে মানুষ দাঁড়িয়ে ছিল। তখনেই লালনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান মান্নান।
 
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে তাকে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। এরপর জ্ঞান ফিরলে ব্যবসায়ী লালন নিজেই জানান, তার কাছে দোকানের মালামাল কেনার জন্য এক লাখ ২০ হাজার টাকা ছিল তা অজ্ঞান পার্টি নিয়ে গেছেন। 
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানিয়েছে, জরুরি বিভাগে তার স্টোমাক ওয়াশ করানো হয়েছে। পরবর্তীতে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। তার টাকা খোয়া যাবার বিষয়েও জানিয়েছেন পুলিশকে। 

এ ঘটনা তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন