মরক্কোর বিপক্ষে ম্যাচে থাকবেন পেলে
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রীতি ম্যাচে খেলতে নামবে সেলেসাওরা। ম্যাচটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। গত ২৯ ডিসেম্বর ফুটবল সম্রাট পেলের মৃত্যুর পর প্রথম মাঠে নামবে ভিনিসিয়াস-রদ্রিগোরা। তাই এ ম্যাচে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে স্মরণ করবে ব্রাজিল।
পেলেকে স্মরণ করে ম্যাচের আগে এক মিনিট সম্মান প্রদর্শন করবে দুই দল। মাঠের চারপাশে বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ডেও শোভা পাবে তার ছবি। আর ব্রাজিলের ফুটবলারদের জার্সিতেও থাকবেন পেলে। প্রতিটি ফুটবলারের নাম ও জার্সি নম্বরের নিচে লেখা থাকবে পেলের নাম।
এ নিয়ে সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘পেলে সর্বকালের সেরা ফুটবলার এবং সিবিএফ তাঁকে সব সময়ই স্মরণে রাখবে। এটা তাঁর প্রাপ্য। আমার (সভাপতি মেয়াদ) মেয়াদে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।’
চোটে পড়ায় ম্যাচটি খেলতে পারবেন না ব্রাজিলের নম্বার ১০ নেইমার। তাঁর পজিশনে ১০ নম্বর জার্সি পরে খেলবেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। ব্রাজিলের হয়ে পেলে এক সময় ১০ নম্বর জার্সি জড়িয়ে খেলতেন। রদ্রিগোর জার্সি হাতে সিবিএফ সভাপতির তোলা একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, রদ্রিগোর যে জার্সিটি ধরে আছেন সিবিএফ সভাপতি তার ওপরে লেখা রদ্রিগো ও জার্সি নম্বরের নিচে লেখা পেলে।