চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে ছয়জন দগ্ধ
চট্টগ্রামে গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের ছয়জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধরা হলেন- মা সাজেদা বেগম (৪৮), ছেলে সানি (২৯), স্বাধীন (১৭) ও জীবন (১৫), মেয়ে মাহি (১০) ও বড় ছেলের স্ত্রী দিলরুবা (২৪)। এর মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।