যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের মধ্যে গুলিতে নিহত অন্তত ১২
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের মধ্যে গুলা গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ৫২ জন।
হ্যালোইন উৎসবের মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে এসব সহিংসতার ঘটনা ঘটেছে।
ইলিনয় রাজ্যের জোলিয়েট টাউনশিপ এলাকায় গুলিতে ৩ জন নিহত ও অন্তত ১২ জন আহত হন। এছাড়া, এ ঘটনায় কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে দুজন, কেন্টাকির লুইসভিলেতে দুজনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা অনেক বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের ঘটনায় ৫৯৯ জন নিহত হয়েছেন।