রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না: প্রধানমন্ত্রী
অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজন কর্মকান্ড কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্কটল্যান্ডে অনুষ্ঠিত কপ টুয়েন্টি সিক্স অনুষ্ঠানে ‘এ্যাকশন এন্ড সলিডারিটি- ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় এমনটি বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, অভিযোজন ও প্রশমনের জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই বরাদ্দসহ বার্ষিক একশ’ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি সভাটির আয়োজন করেন।
এর আগে, সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে, জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসাসহ চার দফা দাবি তুলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।