আর্কাইভ থেকে বাংলাদেশ

মুরগী ও পেঁয়াজের দাম কমেছে

বাজারে কমছে ব্রয়লার মুরগির দাম। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশ’৬০ টাকা। ৪০ টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিন’শ টাকা কেজি।

কেজিতে পাঁচ টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  তবে আলুর দাম বেড়েছে। কেজি প্রতি পাঁচ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা।

অন্যদিকে বাজারে শীতের সব্জির সরবরাহ শুরু হয়েছে। কিন্ত দাম এখনো চড়া। দেড়’শ টাকা কেজি বিক্রি হচ্ছে শিম। এছাড়া মূলা ৬০ টাকা, টমেটো একশ’২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি বাধা ও ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা দামে।

এ সম্পর্কিত আরও পড়ুন