আর্কাইভ থেকে ক্রিকেট

তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে জয় পেল টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে চট্টগ্রামের ব্যাটিং-সহায়ক উইকেটে রনি তালুকদার ও লিটন কুমার দাস তোলেন ঝড়। ১৯.২ ওভার শেষ বাংলাদেশের রান যখন ২০৭, তখন বৃষ্টিতে ২ ঘণ্টা ৩ মিনিট বন্ধ থাকে খেলা।

বৃষ্টি শেষে ৮ ওভারে আয়ারল্যান্ডে লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান। বৃষ্টির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরেকটু সহজ হয়ে এসেছিল। প্রথম ওভারে ১৭ পরের ওভারে ১৫। দুই ওভার শেষে আইরিশদের দলীয় স্কোর যখন ৩২ তখন প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ।

এরপর তাসকিন আহমেদ এক ওভারে তিন উইকেট তুলে নিলে ম্যাচের পথ হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ পর্যন্ত ৮১ রানেই থেমে যায় আইরিশদের ইনিংস। ডিএলএস পদ্ধতিতে ২১ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

এর আগে, সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার মিলে কুপোকাত শুরু করেন আইরিশ বোলারদের। পাওয়ারপ্লেতে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৮১। এতে পাওয়ারপ্লেতে বাংলাদেশের নতুন স্কোরের রেকর্ডও হয়ে যায়। এর আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

তবে ৭.১ ওভারে ৯১ রানের জুটি ভেঙ্গে আউট হয়ে যান লিটন। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৪৭ রান করেন তিনি। লিটনের আউটের পর নাজমুল শান্তকে নিয়ে ব্যাট চালাতে থাকেন রনি তালুকদার। কিন্তু ১৩ বলে ১৪ রানে অশান্ত হওয়ার আগেই শান্ত ফিরে গেলে ৩৮ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নের পথ দেখেন রনিও।

এরপর শামীম হোসেন পাটোয়ারীর ৩০ ও তৌহিদ হৃদয়ের ১৩ রানের আউটের পর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান মেহেদী মিরাজ। ১৩ বলে ২০ রানে অপরাজিত সাকিব দলীয় সর্বোচ্চ রেকর্ড ২১৫ স্পর্শ করার আগেই বৃষ্টি নামে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও পড়ুন