আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ

মিয়ানমারের সেনাবাহিনী এবং সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারে মিয়ানমার সেনাবাহিনীকে ঝুকিপূর্ণ মনে করছে সংস্থাটি। তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

মিয়ানমারে এক ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর সেনাবাহিনী পরিচালিত একটি পেজ এবং রাষ্টীয় টিভি চ্যানেলের পেইজ বন্ধ করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির দাবি বাড়াতে ফেসবুকের ব্যবহার বৃদ্ধি করেছে মিয়ানমার সেনাবাহিনী।

বুধবার গভীর রাতে এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, সেনা অভ্যুত্থানের পর মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ব্যবহারের বিষয়টি নজরে এনেছিলেন তারা। মারাত্মক ঝুঁকির আশঙ্কা থেকে সেনাবাহিনী এবং এর সংগঠনগুলোকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিহত হয়েছে অন্তত চারজন। এদের মধ্যে তিনজন বিক্ষোভকারী এবং একজন পুলিশ সদস্য।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন