একটি জয়ের খোঁজে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের বাংলাদেশ ছিলো বেশ ভারসাম্য একটা দল। কিন্তু মাঠের লড়াইয়ে তার রেশ পাওয়া যায় নি। বলা যায় এবারের যাত্রাটাও সুখকর হচ্ছে না টাইগারদের। প্রথম রাউন্ডে শুরুটা হার দিয়ে, এরপর সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে টানা হারের পর অনেকটাই শেষ হয়েছে সেমিফাইনালে খেলার আশা। কাগজে কলমে থাকা সমীকরণ যদি বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারে তাহলে হয়তো শেষ চারের পথ কিছুটা হলেও মিলবে। প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা তখন, হিসাব মিলানোটা বেশ কঠিন মুশফিক-মুহমুদউল্লাহদের জন্য।
তার মধ্যে আবার ইনজুরির হানা টাইগার স্কোয়াডে। প্রথমে মোহাম্মদ সাইফুউদ্দিন এরপর সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানও পড়েছেন চোটে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। আর তার ইনজুরির কারণেই কপাল খুলেছে শামীম হোসেনের। সাকিবের জায়গায় প্রোটিয়াদের বিপক্ষের ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন শামীম। পাশাপাশি সৌম্য সরকারের একাদশে টিকে যাওয়ার কথাও জানিয়েছেন বাংলাদেশ কোচ। থাকছেন লিটন কুমার দাসও। পেসার মুস্তাফিজের পরিবর্তে দলে সেরা একাদশের ঢুকেছেন নাসুম আহমেদ।
তবে অপরিবর্তিত রয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো একদাশই খেলছে বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ ।
দক্ষিণ আফ্রিকা দল: রেজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডের ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি
স্পোর্টস ডেস্ক