আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ১৯

গুলির পর জোড়া বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিলাল কারিমি বলেন, কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি তিনি। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি একটি গাড়ি বোমা হামলা। তবে এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। 

এর আগে ২৩ অক্টোবর দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারায়। তাদের মধ্যে একজন শিশুও ছিল।

গত আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আফগানিস্তানে আইএসের হামলা-সহিংসতা বেড়ে গেছে। দেশটির নতুন শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে জঙ্গিরা। এতে প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ। কিছুদিন আগেই পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে আইএস। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন