আর্কাইভ থেকে আইন-বিচার

মিতু হত্যা : সাবেক এসপি বাবুলের মামলা পুনঃতদন্তের নির্দেশ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

স্ত্রী হত্যার বিচার চেয়ে এ মামলা করেছিলেন বাবুল। পরে প্রতিবেদনে তাই এ মামলায় আসামি করে প্রতিবেদন দেয়া হয়। এ জন্য বাবুল প্রতিবেদনে না নারজি দেন এবং ফের তদন্তের আবেদন করেছিলেন।

আজ বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন না মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পিবিআইয়ের দেয়া চূড়ান্ত প্রতিবেদনও গ্রহণ করেনি আদালত।

বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদালত নারাজি আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি আমরা পুনঃতদন্তের জন্য আবেদন করেছিলাম। আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য আদেশ দিয়েছেন। এছাড়া বাবুল আক্তারের করা মামলায় আদালতে জমা দেয়া প্রতিবেদন গ্রহণ করেনি আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম (মিতু)। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন