আর্কাইভ থেকে ফুটবল

ফাতিকে বার্সাতে থেকে সরিয়ে নিতে চান তার বাবা

চলতি মৌসূমে বার্সেলোনার হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছে না আনসু ফাতি। আর এতে বিরুক্ত ফাতির বাবা বোরি ফাতি। বার্সেলোনায় আরও বেশি সময় খেলার সুযোগ পাওয়া তার প্রাপ্য, এমটাই মনে করেছেন ফাতির বাবা।

স্প্যানিশ রেডিও ‘কোপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমটাই বললেন ফাতির বাবা বোরি ফাতি। তিনি বলেন, ‘প্রতি মুহূর্তে তারা আমার ছেলের সঙ্গে যে আচরণ করছে তাতে আমি বিরক্ত। বিষয়টি যদি আমার ওপর নির্ভর করত, আমি তাকে (অন্য দলে) নিয়ে যেতাম, কিন্তু (আনসু) বার্সেলোনায় থাকতে চায়। সে অন্য ক্লাবে যেতে চায় না, তবে আমি তাকে সফল হতে দেখতে চাই। (বেশি খেলার সুযোগ না পাওয়ায়) বাবা হিসেবে আমি ক্ষুব্ধ।’

মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালে বার্সেলোনায় অভিষিক্ত হয়েই নিজের দক্ষতা প্রদর্শনে সক্ষম হন আনসু ফাতি। তবে হাঁটুর ইনজুরির কারণে ২০২০ সালে দীর্ঘ সময় বসে থাকতে হয় এই স্প্যানিশকে। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি বার্সা ছাড়ার পর ২০২১ সালে ১০ নম্বর জার্সি গায়ে চড়ান ফাতি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন