আর্কাইভ থেকে বাংলাদেশ

জনপ্রতিনিধিদের চাপের সম্মুখীন হন নারী ইউএনও’রা

উপজেলা পর্যায়ে কাজ করতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের চাপের সম্মুখীন হতে হয় নারী ইউএনওদের। অনেক সময় যৌন হয়রানির শিকারও হন তারা। ‘স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা পর্যায়ে নারী ইউএনও’র চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ভার্চুয়াল সভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন পড়ে শোনান, গবেষক নাহিদ শারমিন। এসময় জানানো হয়, ৩৪.৩ শতাংশ নারী ইউএনও স্থানীয় জনপ্রতিনিধিদের অসহযোগিতার বিষয়ে অভিযোগ করেছেন। এসব প্রতিবন্ধকতা বন্ধে বেশ কিছু সুপারিশও করে টিআইবি।

এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন