আর্কাইভ থেকে বাংলাদেশ

সরকার নির্বাচিত নয় বলেই যা ইচ্ছে তাই করছে: মির্জা ফখরুল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ কিংবা জনগণের কাছে সরকারের জবাবদিহিতা করতে হয় না কারণ সরকার নির্বাচিত নয় । তাই ক্ষমতাসীন দল যা ইচ্ছা তাই করছে। 

তারা নিজেদের পকেট ভারী করার জন্য, ব্যবসা করার জন্য সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে একের পর এক। 

আজ বৃহস্পতিবার (৫নভেম্বর) ঠাকুরগাঁও শহরের কালিবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির এই মহাসচিব।

তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়ায় বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। আসলে এ সরকার জনগণের নয়। তাই তারা জনগণের ওপর দমনমূলক আচরণ করছে।

এ সময় জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোটর শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানান। 

এ ছাড়াও তিনি গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন,  সরকার দেশ চালাতে সব ক্ষেত্রেই ব্যর্থ। আর ব্যর্থতা ঢাকতেই তারা বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে উঠেছে। 

তিনি আরো বলেন, ক্ষোভে ফেটে পড়া মানুষ যে কোনো মুহূর্তে সরকারের রাজসিংহাসন উল্টে দিতে পারে । 

তিনি আরো বলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ফয়সাল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি ও গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম বুধবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানাই। 

তিনি জানান, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন