আর্কাইভ থেকে ক্রিকেট

সেমির দৌড়ে টিকে থাকার মিশনে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জয় বিকল্প উপায় নেই নিউজিল্যান্ডের সামনে। এমন সমীকরণ মাথায় রেখে নামিবিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে কিউইরা। 

শুক্রবার (৫ নভেম্বর) শারজাহর শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

তিন ম্যাচে দুই জয় আর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ '২' এর তৃতীয় স্থানে কিউইরা। পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করা সুপার টুয়েলভ পর্বের শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। সেমিতে যেতে শেষ দুই ম্যাচেও জয়ের বিকল্প নেই। যার প্রথমটিতে তাদের প্রতিপক্ষ পুঁচকে নামিবিয়া। 

অন্যদিকে নামিবিয়াও চাইবে অঘটন ঘটাতে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুরু করা দলটি পরের দুই ম্যাচে পরাজয় বরণ করেছে। এখনো তাদের শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। তবে তা করতে বাকি দুই ম্যাচে জয় পেতে হবে। শক্তি-পরিসংখ্যানে কিউইদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলটির জন্য এমন কিছু করাটা কঠিন হলেও অসম্ভব নয়। 

নিউজিল্যান্ড একাদশ 
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন, জেমি নিশাম, ডেভন কনওয়ে, ফিলিপস, স্যান্টনার, সাউদি, সৌধি, মিলনে, বোল্ট

নামিবিয়া একাদশ 
ক্রেইগ উইলিয়ামস, ভ্যান লিংজেন, লফটি ইটন, ইরাসমাস, গ্রিন, স্মিট, ভিসে, বার্কেনস্টক, ট্রাম্পেলম্যান, বার্ড, স্কটলজ

এস

এ সম্পর্কিত আরও পড়ুন